kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

ভালুকায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি-কাশর সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে সড়কের ডুবালীয়ামোড় নামক স্থানে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার মাস্টারবাড়ি-কাশর সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত দুই হাজার শিক্ষার্থী, বিভিন্ন কল-কারখানার শত শত শ্রমিক, মাল ও যাত্রীবাহী ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে সড়কটির প্রায় তিন কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। সামান্য বৃষ্টিতেই ওই সড়কে চলাচলে দুর্ভোগের সীমা থাকে না।

মন্তব্যসাতদিনের সেরা