kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

ময়মনসিংহে জঙ্গিবাদবিরোধী মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে জঙ্গিবাদবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ও সদর প্রাথমিক শিক্ষা অফিস এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। এ ছাড়া বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা