kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

বৃদ্ধের সম্পত্তি দখল গ্রাম্য সর্দারের

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকুমিল্লার নাঙ্গলকোটে আলী মিয়া নামের এক বৃদ্ধের দোকানঘর ভাঙচুর করে সম্পত্তি দখল করেছেন গ্রাম্য সর্দার হাবিবুল্লাহ। গতকাল সোমবার সকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বামপাড়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝাটিয়াপাড়া থেকে মালিপাড়া পর্যন্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। ওই রাস্তার পশ্চিম বামপাড়া গ্রামের উত্তরপাড়া নামক স্থানে গ্রামের সর্দার হাবিবুল্লাহর বাড়ির পাশে একই গ্রামের আলী মিয়া (৯০) নিজ জায়গায় ২০ বছর ধরে দোকানঘর তুলে ব্যবসা করে আসছিলেন। হঠাৎ কাঁচা রাস্তাটি প্রশস্ত করার অজুহাতে হাবিবুল্লাহ ১০-১২ জনকে ভাড়া করে আলী মিয়ার দোকানঘর ভাঙচুর করেন। পরে দোকানের ভিটির মাটি কেটে নিয়ে রাস্তার নামে বৃদ্ধের জায়গা দখলে নেন।

বৃদ্ধ আলী মিয়া বলেন, ‘আমার কেনা সম্পত্তির ওপর ২০ বছর ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি। সোমবার সকালে হাবিবুল্লাহ, তাঁর ছেলে আনোয়ার, জসিম, নাজিম, একই গ্রামের মনু মিয়ার ছেলে রেজাউল হক হঠাৎ একদল ভাড়াটিয়া সন্ত্রীদের নিয়ে এসে আমার দোকানঘর ভাঙচুর করে জায়গা দখল করে নিয়েছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত গ্রাম্য সর্দার হাবিবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে এ ঘটনার আরেক অভিযুক্ত রেজাউল হক বলেন, ‘বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার প্রক্রিয়া চলছে। আশা করছি, সেখানে বিষয়টি সমাধান হয়ে যাবে।’

এ প্রসঙ্গে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমি এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

 

মন্তব্যসাতদিনের সেরা