kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও

পঞ্চগড় প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসড়ক দুর্ঘটনার প্রতিবাদে  ডিসি অফিস ঘেরাও

পঞ্চগড়ে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করে জেলা নাগরিক কমিটি। ছবি : কালের কণ্ঠ

মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম দুলাল নিহতসহ সম্প্রতি পঞ্চগড়ের বিভিন্ন সড়ক-মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক কমিটি। সোমবার সকালে পঞ্চগড় শহরের শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

সমাবেশে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, নাগরিক কমিটির সভাপতি বশিরুল আলম প্রধান, সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমসহ আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জাসদ ও জাতীয় পার্টির নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় তাঁরা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় দায়ী চালকদের গ্রেপ্তারসহ নিরাপদ সড়কের সাত দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়নে কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা। পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম তাঁদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।

মন্তব্যসাতদিনের সেরা