kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

শাবিপ্রবিতে ভর্তির আবেদন শেষ আজ

শাবিপ্রবি প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০১৮-১৯ সেশনের ভর্তির আবেদন প্রক্রিয়া আজ মঙ্গলবার শেষ হচ্ছে। আগামী ১৩ অক্টোবর শনিবার দুটি ইউনিটের (এ ও বি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির টেকনিক্যাল বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu এ গিয়ে আবেদন করা যাবে। আগামী ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। অন্যদিকে ভর্তি পরীক্ষাসংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) অথবা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

 

মন্তব্যসাতদিনের সেরা