kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

স্বার্থবিরোধী আইনের প্রতিবাদে সভা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনা মামলায় সাজা বৃদ্ধি ও পরিবহন শ্রমিকদের স্বার্থবিরোধী সড়ক পরিবহন আইনের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ও পদ্মার ডিপো শাখা পৃথকভাবে নিজ নিজ ডিপোর সামনে এ সমাবেশ করে। ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ট্যাংক-লরি শ্রমিকরা দুই ঘণ্টা রোড বন্ধ করে কর্মবিরতি পালন করে।

ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মতিন মুন্সী। অন্যদিকে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার সভাপতি মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা