kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

মাদকবিরোধী শপথ নিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগাজীপুরের কালীগঞ্জে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদবিরোধী শপথ নিয়েছে এক হাজার শিক্ষার্থী। জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার গতকাল রবিবার সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে তাদের শপথবাক্য পাঠ করান। জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে উপস্থিত হন এসপি শামসুন্নাহার। পরে কলেজের ৬০০, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ২০০ ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করান তিনি। এর আগে শিক্ষার্থীদের উদ্দেশে এসপি বলেন, ‘মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদের বিরুদ্ধ তোমাদের সোচ্চার হতে হবে। সামাজিক এই ব্যাধিগুলো রুখে দিয়ে সমাজটাকে বদলে দিতে হবে। কারণ তোমরাই সমাজকে বদলে দিতে পারো। তবে তার আগে নিজেদের বদলাতে হবে।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত, থানার ওসি মো. আবুবকর মিয়া, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা