kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

গোপালগঞ্জে মা-বাবার পা ধোয়াল শিশুরা

গোপালগঞ্জ প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘গুরুজনে কর নতি’—এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বাবার পা ধোয়ানো কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে জেলার এক হাজার ১০০ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশ নেয়। গতকাল রবিবার সকাল ১০টায় একযোগে এসব প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় শহরের যুগশিখা স্কুলে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুননাহার ইউসুফ, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মদ শাম্মী আক্তার, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শান্তিমণি চাকমা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা