kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

কালীগঞ্জে সব সিসি ক্যামেরাই অকেজো

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ দমনে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩২টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। তবে বর্তমানে সব ক্যামেরাই অকেজো হয়ে পড়েছে।

বছর তিনেক আগে থানা পুলিশ ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হয়। সিসি ক্যামেরা স্থাপনের মূল দায়িত্বে ছিলেন কালীগঞ্জ থানার এসআই (বর্তমানে ঝিনাইদহে কর্মরত) ইমরান আলম। তিনি থাকা অবস্থায় সিসি ক্যামেরাগুলো সচল ছিল। কিন্তু বর্তমানে সেগুলো অকেজো হয়ে পড়েছে। এ কারণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত হলে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে স্থানীয় জনগণের টাকায় কেনা সিসি ক্যামেরার সুফল পাচ্ছে না কালীগঞ্জবাসী।

কালীগঞ্জ থানার তৎকালীন এসআই ইমরান আলম বলেন, কালীগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। এ টাকা দিয়ে শহরের প্রধান বাসস্ট্যান্ডে পাঁচটি, সোনালী ও জনতা ব্যাংক মোড়ে দুটি, থানার মধ্যে চারটি, কালীবাড়ী মোড়ে দুটি, ঢাকালেপাড়ায় দুটি, কলাহাটা মোড়ে দুটি, কলেজপাড়ায় তিনটি, নলডাঙ্গা ও মিশনপাড়ায় তিনটি, সরকারি ভূষণ স্কুলের সামনে একটি, ফুড গোডাউনের সামনে একটিসহ ৩২টি সিসি ক্যামেরা লাগানো হয়। আর এ সিসি ক্যামেরার কন্ট্রোলরুম রাখা হয় থানায়।

কালীগঞ্জ থানার এসআই শফিকুর রহমান জানান, ঠিকমতো তদারকি না থাকায় সব ক্যামেরা বর্তমানে অকেজো রয়েছে। সিসি ক্যামেরা মেরামতের জন্য কোনো ফান্ড নেই। সেগুলো কিভাবে মেরামত করে সচল করা যায় তা তিনি দেখবেন।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, ‘আমি থানায় সদ্য যোগদান করেছি। সিসি ক্যামেরার বিষয়টি আমার মাথায় আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেগুলো সচল করার ব্যবস্থা করব।’

মন্তব্যসাতদিনের সেরা