kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রধান সড়কের সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য আবদুল মতিন খসরু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা প্রশাসক শায়লা ফারজানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমিন বিনতে জেবিন শেখ, উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর প্রায় ৮০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১২.৬০ কিলোমিটার দীর্ঘ ওই সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ করবে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা