kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

নান্দাইলে বজ্রপাতে শিশুর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের নান্দাইলের একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আজিজুল হক (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও জলা বিলে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল গাঙাইল ইউনিয়নের ধনারামা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। স্থানীয় লোকজন জানায়, গত দুই দিন ধরে খামারগাঁও জলা বিলে উন্মুক্ত মাছ ধরার আয়োজন করা হয়েছে বলে প্রচার চালানো হয়। তাতে অংশ নিতেই গতকাল শিশু আজিজুলসহ কয়েক হাজার লোক মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে বিলটিতে আসে। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে বিলের মাঝখানে মাছ ধরায় ব্যস্ত থাকা আজিজুল অজ্ঞান হয়ে পানির নিচে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক আকাইদ জানান, বজ্রপাতে আজিজুলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা