kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

তথ্য-প্রযুক্তি বিষয়ক অলিম্পিয়ার্ড

চাঁদপুর প্রতিনিধি   

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে তথ্য-প্রযুক্তিবিষয়ক অলিম্পিয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় চাঁদমুখ নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য-প্রযুক্তি) মইনুল হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ ও অধ্যাপক ওয়াহিদুজ্জামান।

এর আগে অলিম্পিয়ার্ড উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক এ এস এম দেলওয়ার হোসেন। চাঁদমুখের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচিতি উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

মন্তব্যসাতদিনের সেরা