kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

ত্রিশালে রুহুল আমীন মাদানীর গণসংযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেত্রিশালে রুহুল আমীন মাদানীর গণসংযোগ

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে লিফলেট বিতরণের মাধ্যমে ময়মনসিংহের ত্রিশালে আগাম গণসংযোগ করছেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। গত বুধবার নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদর ইউনিয়নের চকপাচপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। ওই সময় তিনি বিভিন্ন স্থানে স্থানীয়দের সঙ্গে কথা বলে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, পদ্মা সেতু নির্মাণসহ অন্যান্য উন্নয়নের বার্তা তাদের কাছে পৌঁছে দেন। সেই সঙ্গে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোকসেদুল আমীন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ছফির উদ্দিন, যুবলীগ নেতা আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক পলাশ ওই সময় উপস্থিত ছিলেন। রুহুল আমিন মাদানী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তিনি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে এ আসনটি উপহার দেব এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।’ ত্রিশাল এলাকায় দলের বাইরেও তাঁর একটি নিজস্ব ভোটব্যাংক রয়েছে বলে তিনি দাবি করেন। গণসংযোগকালে রুহুল আমিন ১৯৯৬ সালের সরকারে সংসদ সদস্য থাকাকালে এলাকায় তাঁর মাধ্যমে করা বিভিন্ন উন্নয়নের বর্ণনা দেন।

 

মন্তব্যসাতদিনের সেরা