kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

চাঁদপুরে রফরফ লঞ্চে আগুন

চাঁদপুর প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি রফরফের ইঞ্জিনকক্ষে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লঞ্চ কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল সাড়ে ৯টায় এমভি রফরফ নামের লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে চাঁদপুর থেকে যাত্রা করে। কিন্তু বৃহস্পতিবার সকালে লঞ্চ ছাড়ার কয়েক মিনিট আগে হঠাৎ ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। আগুনে ইঞ্জিনকক্ষের সবকিছু পুড়ে গেছে। এ সময় পাশের ক্যান্টিনসহ আশপাশের বিভিন্ন স্থাপনাও পুড়ে যায়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ লঞ্চে অবস্থানকারী যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে। আগুনে অন্তত আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে লঞ্চটির পরিচালক মুন্না খান দাবি করেন।

মন্তব্যসাতদিনের সেরা