kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

সিঙ্গাইরে বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমানিকগঞ্জের সিঙ্গাইরে ৬৫ বছর বয়সী ছোবাহান ফকির নামে এক বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পর গতকাল বুধবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা। ছোবাহান ফকিরের বাড়ি তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট দুপুর ১২টার দিকে স্থানীয় মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী বাড়ির পাশে একা দাঁড়িয়ে ছিল। তখন প্রতিবেশী আব্দুস ছোবাহান ওই শিশুকে কৌশলে বাড়িসংলগ্ন পাটক্ষেতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে ছোবাহান ফকির। এ সময় ঘটনাটি দেখে ফেলেন প্রতিবেশী নাজমা বেগম। তিনি এগিয়ে গেলে ছোবাহান সটকে পড়ে। পরে আহত অবস্থায় শিশুটিকে বাড়িতে নেওয়া হয়। শুরুতে লোকলজ্জার ভয়ে বাড়িতেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ভুক্তভোগীকে মানিকগঞ্জ  হাসপাতালে স্থানান্তর করেন। তিন দিন চিকিৎসার পর গত রবিবার শিশুটিকে বাড়িতে আনা হয়।

সিঙ্গাইর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় মাতবররা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি জানার পর ভিকটিমের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা