kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

পবিপ্রবিতে প্রবেশন পদ্ধতি বাতিল দাবিতে অবস্থান ধর্মঘট

পটুয়াখালী ও পবিপ্রবি প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নতুন চালু করা প্রবেশন পদ্ধতি (মোট কোর্সের ৪০ শতাংশের বেশি ফেল থাকলে এক সেমিস্টার ড্রপ) বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে প্রবেশনের নিয়ম ছিল না। কিন্তু চলতি শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে এ পদ্ধতি চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়ম চালুর পর পর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা গত মঙ্গলবার রেজিস্ট্রার বরাবর আবেদন করে নিয়মটি বাতিলের জন্য। কিন্ত কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় গতকাল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হয়। এ পদ্ধতি চালুর ফলে চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারের ব্যবসা প্রশাসন অনুষদে ১৪ জন, কৃষি অনুষদে ২১ জন, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদে চারজন, মাৎস্যবিজ্ঞান অনুষদে চারজন, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদে একজন শিক্ষার্থী প্রবেশনে গেছে। এ বছরের জন্য প্রবেশন উঠিয়ে নেওয়াসহ প্রবেশন পাওয়া শিক্ষার্থীদের একসঙ্গে মিডটার্ম পরীক্ষা দেওয়ার ও ক্লাস চালিয়ে যাওয়ার অনুমতি না দিলে আন্দোলন অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ আলী বলেন, ‘উপাচার্য দেশে ফিরলে একাডেমিক কাউন্সিলে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে।’

মন্তব্যসাতদিনের সেরা