kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

এগিয়ে যাচ্ছে দেশ : বোরহান

চাঁদপুর প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএগিয়ে যাচ্ছে দেশ : বোরহান

জন্মাষ্টমী উপলক্ষে গত মঙ্গলবার চাঁদপুর শহরে অনুষ্ঠিত সুধী সমাবেশের আগে শোভাযাত্রায় অংশ নেন প্রধান অতিথি রেদওয়ান খান বোরহান। ছবি : কালের কণ্ঠ

সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গত মঙ্গলবার রাতে চাঁদপুর শহরে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি আলহাজ রেদওয়ান খান বোরহান বলেছেন, ‘সাম্প্র্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি হচ্ছে আমাদের প্রিয় এ বাংলাদেশ। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক জাতি গঠন করা। আর সেই বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। তাই বিশ্বের উন্নত দেশের তালিকায় এ দেশকে যুক্ত করতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। এ জন্য ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে দেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ প্রসঙ্গত, রেদওয়ান খান বোরহান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তিনি আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি। পুরানবাজার হরিসভায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শুভ জন্মাষ্টমী পরিষদের সভাপতি অনন্ত চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক সহদেব ঘোষ, সাংবাদিক বিমল চৌধুরী প্রমুখ। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীর বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিল। শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী নকুল কুমার বিশ্বাস।

মন্তব্যসাতদিনের সেরা