kalerkantho

বৃহস্পতিবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

ইউএনওর নম্বর ক্লোন

মুন্সীগঞ্জ প্রতিনিধি    

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ফোন নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে। জানা যায়, ইউএনও মো. জহিদুল ইসলামের ব্যবহৃত নম্বর ক্লোন করে গতকাল রবিবার দুপুরে বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কয়েকজন রাজনৈতিক ব্যক্তির কাছে বিভিন্ন তথ্য চাওয়া হয়। বিষয়টি রাজনৈতিক ব্যক্তিদের কাছে সন্দেহজনক মনে হলে ইউএনওর সঙ্গে যোগাযোগ করেন। তখন নম্বর ক্লোন করার বিষয়টি ধরা পড়ে। পরে ইউএনও তাঁর ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে সবাইকে সতর্ক করেন। তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসক শায়লা ফারজানা ও পুলিশের অ্যান্টিসাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটকে জানানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

মন্তব্যসাতদিনের সেরা