kalerkantho

বুধবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ১৯ ফেব্রুয়ারি ২০২০। ২৪ জমাদিউস সানি ১৪৪১

শীতলক্ষ্যায় নিখোঁজ কিশোরের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজের দুই দিন পর কামাল হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রবিবার সকালে ওই নদীর কয়লাঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কামাল কাশিপুর খিলমার্কেট এলাকার রহমান মিয়ার (মৃত) ছেলে। তিনি নয়ামাটি এলাকার হোসিয়ারি শ্রমিক ছিলেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে দেখা করে বন্দরে খেয়াঘাট থেকে ট্রলারে করে সেন্ট্রাল খেয়াঘাটে আসছিলেন কামালসহ কয়েকজন।

 

মন্তব্যসাতদিনের সেরা