kalerkantho

বৃহস্পতিবার । ৭ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

আগুনে পুড়ল আট ঘর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কালিয়াকৈরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে মৌচাক এলাকায় মো. কাউছারের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কাউছারের বাড়ির দক্ষিণ পাশের একটি ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির আটটি ঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল ইসলাম বলেন, আগুনে ওই বাড়ির আটটি ঘর পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

 

মন্তব্যসাতদিনের সেরা