kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় করা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছেন আসামি মো. অলিউল্যাহ। গতকাল রবিবার সকালে ভোলায় অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি দাবি করেন, পারিবারিক পূর্বশত্রুতার জেরে মালিকপক্ষই ভ্যানটি ছিনতাই করিয়ে তাঁকে ফাঁসাতে চাইছেন। মামলার এজাহার, পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ও অলিউল্যাহর লিখিত বক্তব্য থেকে জানা যায়, মৌখিক নিয়োগে চার বছর আগে আত্মীয়, পরিবহন ব্যবসায়ী মো. বাবুলের পিকআপ ভ্যান চালানোর চাকরি নেন তিনি। ২০১৭ সালের ২ আগস্ট ঢাকার শ্যামলী থেকে পাঁচজন মুখোশধারী ছিনতাইকারী অস্ত্রের মুখে ভ্যানটি ছিনতাই করে তাঁকেসহ নারায়ণগঞ্জে নিয়ে যায়। পরে তাঁকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ফতুল্লা থানার ভুইঘর বাজারের পাশে ফেলে রেখে যায়। এ সময় ছিনতাইকারীরা তাঁর ড্রাইভিং লাইসেন্স, মোবাইল ও ১৩ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ভ্যান মালিকের কাছে পৌঁছে দেন। এ সময় মালিক তাঁকে আগারগাঁও থানায় নিয়ে গেলে পুলিশ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। কিন্তু একই বছরের ১০ অক্টোবর মালিকের ভাই আবুল হোসেন রনি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ঢাকায় আদালতে মামলা করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ঢাকার দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক। তদন্ত শেষে তিনি চলতি বছরের ৩১ মার্চ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে তাঁকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তা।

মন্তব্যসাতদিনের সেরা