kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

সিংড়ায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

নাটোর প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের সিংড়ায় কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলামকে হাতুড়িপেটা করে এক পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তাঁর দুটি দাঁতও ভেঙে ফেলা হয়। শনিবার বিকেলে কলম ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ আহত অবস্থায় ইউপি সদস্যকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু রাতে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় লোকজন জানায়, দীর্ঘ ২০ বছর ধরে কলম ডিগ্রি কলেজ মাঠে হেরম্বনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সম্প্রতি এ টুর্নামেন্টকে মরহুম ফজলার রহমান ফুনুর নামে নামকরণের জন্য ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুর লোকজন দাবি জানায়। কিন্তু টুর্নামেন্টটি হেরম্বনাথের নামে করার জন্য আয়োজকরা তাদের সিদ্ধান্তে অটুট থাকে। এর জেরে গত শনিবার বিকেলে উদ্বোধনী খেলা চলাকালে চামারী ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ ও আলালের নেতৃত্বে ইউপি সদস্য শফিকুলকে ডেকে নিয়ে নৌকায় করে আরিফের বাড়িতে নিয়ে হাতুড়িপেটা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা