kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চারপুলিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল কাদের খান বলেন, গতকাল ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির দুই অরোহী নিহত ও অন্য দুজন আহত হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

মন্তব্যসাতদিনের সেরা