kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

শোকের মাস আগস্ট

ময়মনসিংহে আ. লীগের কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে আ. লীগের কালো পতাকা মিছিল

শোকের মাস আগস্ট পালন উপলক্ষে গতকাল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ শহরে বিশাল কালো পতাকাবাহী শোক মিছিল বের করে। ছবি : কালের কণ্ঠ

শোকের মাস আগস্ট উপলক্ষে কালো পতাকা মিছিল করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার আগস্ট মাসের শেষ দিন বিকেলে এ শোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শহরের প্রধান সড়ক হয়ে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌর মেয়র ইকরামুল হক টিটু, স্বাচিপ নেতা ডা. আব্দুল আজিজ, ত্রিশাল পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান, ইমদাদুল হক সেলিম, নুরুজ্জামান খোকন, সারোয়ার জাহান মুকুল, শওকত ওসমান লিটন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা