kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

বড়াইগ্রামে ৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের বড়াইগ্রামে গত পাঁচ দিন ধরে জুবায়ের হোসেন (৩৫) নামের এক মাদরাসা শিক্ষক নিখোঁজ। গত সোমবার গ্রামের মসজিদে মাগরিবের নামাজ পড়তে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। জুবায়ের উপজেলার নগর ইউনিয়নের দোগাছী গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু জানান, লোকমুখে জুবায়ের নিখোঁজের খবর তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও আলোচনা হয়েছে।

জুবায়েরের ভাই নজরুল ইসলাম বলেন, ‘ভাই নিখোঁজ হওয়ার পরে থানায় জিডি করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ জিডি গ্রহণ করেনি। অনেক খোঁজাখুঁজি করেও ভাইকে পাচ্ছি না। বিষয়টি নিয়ে আমরা চরম উদ্বিগ্নতার মধ্যে আছি।’

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনে জিডি বা মামলা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা