kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

সাতক্ষীরা সদর হাসপাতালে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরা সদর হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে আগুন লেগে চিকিৎসা সামগ্রী পুড়ে গেছে। শুক্রবার জুমার নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরহাদ জামিল জানান, সম্প্র্রতি সিটি স্ক্যান বিভাগে ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। কিন্তু ওই ট্রান্সফরমার থেকে ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল না। শুক্রবার দুপুরে হঠাৎ সিটি স্ক্যান রুম থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রান্সফরমারের কয়েকটি ব্যাটারি ও তার পুড়ে গেছে। তবে, টেকনিশিয়ান ছাড়া সিটি স্ক্যান বা অন্য যন্ত্রপাতির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা যাবে না।

মন্তব্যসাতদিনের সেরা