kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

৯ মাসের কন্যাকে গলাটিপে হত্যা বাবা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাবনার ভাঙ্গুড়ায় জান্নাতি নামের ৯ মাসের এক কন্যাসন্তানকে গলাটিপে হত্যা করার অভিযোগে পুলিশ ওই সন্তানের বাবা ওমর ফারুককে (২৮) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দিলপাশার গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। গতকাল শুক্রবার গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) সিদ্দিকুল ইসলাম আসিফ জানান, ওমর ফারুক ও তাঁর তৃতীয় স্ত্রী আকলিমা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-কলহ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হলে ফারুক আকলিমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ সময় ৯ মাসের ওই শিশু জান্নাতি কান্নাকাটি করছিল। এমন সময় বাবা তার সন্তানকে গলাটিপে হত্যা করে বাড়ির পাশের ডোবার কচুরিপানার মধ্যে ফেলে দেন। কিছুক্ষণ পরে আকলিমা বাড়িতে এসে মেয়েকে না দেখে কান্নাকাটি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে ডোবার কচুরিপানার মধ্য থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় জনতা ওমর ফারুককে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ লাশ ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে রাতেই ভাঙ্গুড়া থানায় হত্যা মামলা করেছেন।

মন্তব্য