kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেস নামের একটি চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকালে বিরামপুর উপজেলার পলাশবাড়ী  লেভেলক্রসিংয়ের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া এমদাদুল হক (৫৫) নবাবগঞ্জ উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের কেন্দুয়া মালিপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

এমদাদুল হকের স্ত্রী হাছেনা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজের উদ্দেশে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এমদাদ। রাতেই তাঁর একতা ট্রেনে ঢাকা যাওয়ার কথা ছিল। তবে ট্রেন থেকে কিভাবে পড়ল—তা জানাতে পারেনি কেউ।

মন্তব্যসাতদিনের সেরা