kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

সাংবাদিক হত্যা মামলা

সাতক্ষীরায় বিচার বাস্তবায়নে সংগ্রাম কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসাতক্ষীরায় দৈনিক পত্রদূত-এর সম্পাদক শহীদ স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার বাস্তবায়নে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে।

আলাউদ্দিনের ৭৪তম জন্মদিন ও হত্যা মামলাসংক্রান্ত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্যদের মধ্যে আছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি প্রমুখ।

সভায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ এস এম হায়দার আলী প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৯ জুন কর্মস্থলে ঘাতকদের গুলিতে নিহত হন আলাউদ্দিন।

 

মন্তব্যসাতদিনের সেরা