kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

জ্যোতিষীকে মারধর, বাড়িতে হামলা আগুন গ্রেপ্তার ২

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

৫ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্যোতিষীকে মারধর, বাড়িতে হামলা আগুন গ্রেপ্তার ২

যশোরের মণিরামপুরে জ্যোতিষী চঞ্চল আচার্য্যর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। ছবি : কালের কণ্ঠ

যশোরের মণিরামপুরে হাতের রেখা দেখে ভাগ্য গণনাকে কেন্দ্র করে চঞ্চল আচার্য্য নামের এক জ্যোতিষীর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় মামলা করায় ক্ষুব্ধ হয়ে চঞ্চল আচার্য্যের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে হামলাকারীরা। উপজেলার বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সম্প্রতি এনামুল হক নামের এক যুবকের হাত দেখে জ্যোতিষী চঞ্চল জানান যে হাতের রেখা ভালো না। পরে এনামুল পাল্টা ওই জ্যোতিষীর হাত দেখে বলেন, ‘তুইতো আর বেশিদিন বাঁচবি না।’ এর জের ধরে গত শনিবার রাত ৮টার দিকে কোনাকোলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জ্যোতিষী চঞ্চলকে ধরে বাজিতপুর হাই স্কুল মাঠে নিয়ে মারধর করে এনামুলের নেতৃত্বে সাত-আটজনের একটি চক্র। আহত চঞ্চলকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই রাতেই চঞ্চলের ভাই শেখর আচার্য্য বাদী হয়ে এনামুলসহ সাত-আটজনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় কোনাকোলা গ্রামের বাবলু হোসেন ও কুশরীকোনা গ্রামের আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা