kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

অবৈধ বালু তোলায় ঝুঁকিতে স্কুল ভবন

মানিকগঞ্জ প্রতিনিধি   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জের সাটুরিয়া ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ভবন।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ধলেশ্বরী নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তীর ঘেঁষে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের  কারণে সৃষ্টি হয়েছে ভাঙন। এরই মধ্যে ভাঙনের ফলে ফসলি জমি, বসতবাড়ি ও কবরস্থান নদীতে তলিয়ে গেছে। একসময় ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়টি নদী থেকে নিরাপদ দুরত্বে ছিল। কিন্তু বর্তমানে ভাঙন থেকে কয়েক শ গজ দূরত্বে রয়েছে। এ অবস্থা চলতে থাকলে আগামী বর্ষা মৌসুমে বিদ্যালয় ভবনটি নদীতে বিলীন হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বরাইদ ইউনিয়নের কয়েক জনপ্রতিনিধি, শিক্ষক ও রাজনৈতিক নেতা জানান, ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছেন ক্ষমতাসীন দলের কয়েক নেতা। ক্ষমতার জোরে তাঁরা নিজেদের পছন্দের জায়গায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন।

মন্তব্যসাতদিনের সেরা