kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

১ম ক লা ম

নদীতে মেশিনগান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কালীগঞ্জে নদী থেকে আট রাউন্ড গুলিসহ একটি সাব মেশিনগান (এসএমজি) উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে পিপুলিয়া সেতুর (পুবাইল) নিচে বালু নদী থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি মো. আলম চান জানান, পিপুলিয়া সেতুর নিচে নৌকায় সান্ধার (বেদেদের মতো) সম্প্রদায়ের কিছু লোক বাস করে। তাদের মধ্যে কয়েকজন রবিবার রাতে টেঁটা দিয়ে নদীতে মাছ ধরার সময় টেঁটায় বিদ্ধ হয়ে একটি ট্রাভেল ব্যাগ উঠে আসে। ব্যাগ খুলে পলিথিনে মোড়ানো অবস্থায় আট রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনসহ একটি চায়নিজ সাব মেশিনগান পাওয়া যায়। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে অস্ত্র ও গুলিগুলো জব্ধ করে থানায় নিয়ে আসা হয়। দু-তিন দিন আগে এগুলো নদীতে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।

মন্তব্যসাতদিনের সেরা