kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

ময়মনসিংহে সহপাঠীর উদ্যোগে বাল্যবিয়ে আটকাল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ সদর উপজেলার কৃষ্টপুর আলিয়া মাদরাসা রোড এলাকায় গতকাল সোমবার সহপাঠীদের সহযোগিতায় এক ষোড়শীর বিয়ে আটকে দিয়েছে প্রশাসন।

শহরের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে সদ্য অষ্টম শ্রেণিতে ওঠা ওই ছাত্রীর বিয়ে ঠিক হয় ঢাকার এক পোশাক কারখানার কর্মীর সঙ্গে। অথচ স্কুলের নথিপত্র অনুযায়ী মেয়েটির বয়স ১৬ বছর। গতকাল কৃষ্টপুর আলিয়া মাদরাসা রোড এলাকায় মেয়ের বাড়িতেই চলছিল বিয়ের আয়োজন। গতকাল দুপুরে ছেলেপক্ষ মেয়ের বাড়িতে আসে এবং দুপুরে খাওয়া-দাওয়া করে। এরপর দুই পক্ষ কাবিন নিয়ে যখন কথাবার্তা চালাচ্ছিল, এর ফাঁকে পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিষয়টি জেলা মহিলাবিষয়ক কার্যালয়ে জানায়।

জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের প্রগ্রাম অফিসার শারমীন শাহজাদী জানান, স্কুলের শিক্ষার্থীদের কাছে খবর পেয়ে তিনি গতকাল সন্ধ্যায় মেয়ের বাড়িতে হাজির হন। হাজির হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহম্মেদ এবং কোতোয়ালি থানা পুলিশও। সরকারি কর্মকর্তাদের আসার খবর পেয়ে ছেলেপক্ষ পালিয়ে যায়। ইউএনও ও মহিলাবিষয়ক কর্মকর্তা মেয়েটির পড়াশোনা, নিরাপত্তা ও কারিগরি প্রশিক্ষণের দায়িত্ব নেন।

মন্তব্যসাতদিনের সেরা