kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

বেড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাবনার বেড়া উপজেলার কৈতলা ইউনিয়নের মানিকনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল বাতেন নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১২ জন। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও বেড়া মডেল থানা সূত্রে জানা গেছে, মানিকনগর গ্রামের শামসুল খাঁ ও আজিজল প্রামাণিকের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে শামসুল খাঁর লোকজন আজিজল প্রামাণিককে রাস্তায় পিটিয়ে আহত করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জের ধরে গত রবিবার সকাল ৯টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষ লাঠিসোঁটা, ফালাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় আব্দুল বাতেন (৫০) গুরুতর আহন হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় উভয় পক্ষের আরো ১২ জন আহত হয়। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে বেড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইয়ুব আলী জানান, আব্দুল বাতেনের মাথায় গুরুতর আঘাতের চি?হ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

কৈটলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ব্যাপারী (নিহতের চাচাতো ভাই) জানান, নিহতের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা