kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

ইবি শিক্ষকের চেক জালিয়াতি

তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহযোগী অধ্যাপক ড. রুহুল আমিনের চেক জালিয়াতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় ড. রুহুল আমিনের চেক জালিয়াতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় এবং তাঁর করা আবেদনের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গণিত বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামালকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের সাবেক এক শিক্ষার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১৫ লাখ টাকা নেন ড. রুহুল আমিন। কিন্তু তাঁকে চাকরি দিতে ব্যর্থ হন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে ২০১৭ সালের ১২ অক্টোবর অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ১৫ লাখ টাকার একটি চেক দেন ড. রুহুল আমিন। ৩১ অক্টোবর ব্যাংকে চেক নিয়ে গেলে ওই অ্যাকাউন্টে কোনো অর্থ নেই বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

চেকটি ডিস-অনার হয়েছে বলেও জানায় তারা। ওই ঘটনায় কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন চাকরিপ্রত্যাশী শরিফুল ইসলাম। এতে গত ২ জানুয়ারি সিআর মামলায় ড. রুহুল আমিনের বিরুদ্ধে সমন জারি হয়েছে বলে জানা গেছে। এর আগেও ড. রুহুল আমিনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ বাণিজ্য, বিভাগের কম্পিউটার গায়েব, বিভাগের অর্থ অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব।’

মন্তব্য