kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

মির্জাপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

টাঙ্গাইল প্রতিনিধি   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়।

মির্জাপুর থানার ওসি মো. মিজানুল হক ও এলাকাবাসী জানান, গত রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা বানিয়ার গ্রামের কবরস্থানের ৯টি কবর খোঁড়ে। এর মধ্যে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গতকাল সোমবার সকালে বানিয়ারা গ্রামের গফুর মিয়া কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। তিনি গ্রামবাসীকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. মিজানুল হক বলেন, ‘অনেক সময় মেডিক্যালের শিক্ষার্থীদের জন্য কঙ্কালের দরকার হয়। তাদের কাছে বিক্রির লোভে দুর্বৃত্তরা এ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’

 

মন্তব্যসাতদিনের সেরা