kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

নাটোরে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা

নাটোর প্রতিনিধি   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোর শহরে শুক্রবার ‘সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নিতে জেলা আওয়ামী লীগের একাংশকে বাধা দিয়েছে আরেক অংশ। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ আওয়ামী লীগের একাংশকে এই বাধা দেয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা। এ নিয়ে দলটির মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শরিফুল ইসলাম রমজান বলেন, ‘এমপি শফিকুল ইসলাম দলীয় কর্মকাণ্ডেও একক আধিপত্য বিস্তার করেছেন। এমপির নির্দেশে দলীয় কর্মসূচিতে আমাদের অংশ নিতে দেওয়া হয়নি। বিষয়টি দলের হাইকমান্ডকে জানাব।’

মন্তব্যসাতদিনের সেরা