kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনরসিংদীর শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার সকালে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে দুপুরে স্কুলটির শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

জানা যায়, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় শিবপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী স্কুল। এ স্কুল উনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদসহ অনেক কৃতী শিক্ষার্থী গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরেই উপজেলা সদরে অবস্থিত এ স্কুল জাতীয়করণের দাবি জানানো হচ্ছিল। সব যোগ্যতা থাকার পরও স্কুলটির পরিবর্তে গত মঙ্গলবার শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের তালিকায় স্থান পায়। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকালে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (্ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরে স্কুলটির শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

এ সময় পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান অভিযোগ করেন, ‘সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি থাকা অবস্থায় নীতিমালা উপেক্ষা করে সুপারিশ করায় জাতীয়করণের তালিকায় আমাদের স্কুলের নাম আসেনি, যা শিবপুরের সব মানুষের মনে কষ্ট দিয়েছে। অবিলম্বে যদি আমাদের স্কুলটি জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে গণদাবি পূরণে বাধ্য করা হবে।’

সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, স্কুলের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, পরিচালনা পর্ষদের সদস্য শেখ কামাল প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা