kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

অপমৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিকআপ ভ্যান পার্ক করার সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ভ্যানটির চালক মো. মনির হোসেন গুরুতর আহত হন। গতকাল শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রাক শ্রমিকরা বিদ্যুতের একটি গাড়ি এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান নিহতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা শান্ত হয়। মনির চাঁদপুরের কচুয়ার ফতেবাপুর এলাকার মো. শফিউল্লাহর ছেলে।সাতদিনের সেরা