kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



মুন্সীগঞ্জের গজারিয়ায় অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলিমউল্লাহ্ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলিমউল্লাহ্ কলেজ রোড এলাকায় এসব কর্মসূচি পালন করে তারা। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল বিঘ্নিত হয়। কর্মসূচিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় সরকারকে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন বাতিল করে আগের নিয়মেই পরীক্ষা নেওয়ার দাবি জানায় তারা।



সাতদিনের সেরা