kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ বসতঘর পুড়ে ছাই

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাতে পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার মাল পুড়ে গেছে।

স্থানীয় লোকজন জানায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি এলাকার ব্যবসায়ী শামসুল হক ৪৮টি বসতঘর নির্মাণ করে ভাড়া দেন। ভাড়াটিয়াদের বেশির ভাগই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক-কর্মচারী।

ভাড়াটিয়া আজিজুল হক জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাড়ির দক্ষিণ পাশে বিকট শব্দে বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের বসতঘরগুলোয় ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ওই এলাকায় গেলেও সড়ক না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। ততক্ষণে বাড়ির ৪০টি বসতঘর পুড়ে যায়। বাকি আটটি বসতঘরও আংশিক পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের পরিদর্শক মো. জিহাদ জানান, বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। সড়ক না থাকায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো যায়নি। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাত সোয়া ১০টায় আগুন নেভানো হয়েছে।

বাড়ির মালিক শামসুল হক দাবি করেন, আগুনে তাঁর ৪০টি ঘর পুড়ে গেছে।সাতদিনের সেরা