kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

১ম ক লা ম

ট্রি হেলথ কার্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগাছের চারার পরিচর্যা ও বেড়ে ওঠা নিশ্চিত করতে ময়মনসিংহের ত্রিশালে গতকাল শনিবার শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক লাখ ‘ট্রি হেলথ কার্ড’ বিতরণ করা হয়েছে। এর আগে ফলদ, বনজ ও ঔষধি গাছের এক লাখ ৮৫ হাজার চারা তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। যেসব শিক্ষার্থী গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করবে, বছর শেষে তাদের পুরস্কৃত করা হবে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপনের উদ্যোগে প্রায় পাঁচ মাস আগে সবুজ ত্রিশাল গড়ে তোলার যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, এর প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে গতকাল। আগের দিন শুক্রবার সুষ্ঠু ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয় চারা। গতকাল উপজেলার ১২টি ইউনিয়নের ২৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে চারা বিতরণ করা হয়। সকাল ৭টায় নজরুল একাডেমির মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। এ সময় এমন একটি আয়োজন সফলভাবে শেষ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান ইউএনও আবু জাফর। নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের এক হাজার পাঁচ শ’ ছাত্রী আজ চারা হাতে পেয়ে অনেক আনন্দিত। এমনকি অনেকের অভিভাবক সঙ্গে এসে চারা নিয়ে গেছেন। হেলথ কার্ড বিতরণের মাধ্যমে গাছের পরিচর্যা করার ব্যাপারে অভিভাবক মহলে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।’ এ ব্যাপারে ইউএনও আবু জাফর জানান, সব মিলিয়ে মোট তিন লাখ পাঁচ হাজার চারা বিতরণ করা হয়েছে। চারাগুলো যেন অযত্নে মরে না যায়, এ জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রথমবারের মতো ‘ট্রি হেলথ কার্ড’ বিতরণ করা হয়েছে।সাতদিনের সেরা