kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

স্মরণসভা

নাটোর প্রতিনিধি   

২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শুক্রবার শহরের কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব অনুষ্ঠিত হয়। শুরুতেই কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়। পরে বঙ্গবন্ধু ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, শামসুল ইসলাম, নাসিমা বানু লেখা, সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দিলীপ কুমার দাস প্রমুখ। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিউটি আহমেদ।

মন্তব্যসাতদিনের সেরা