kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

টেকনাফে ইয়াবাসহ এমপি বদির ফুফাতো ভাই কালা আটক

টেকনাফ প্রতিনিধি   

২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ফুফাতো ভাই মোহাম্মদ হোসেন কালাকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া একই ঘটনায় জড়িত এক নারীকেও আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। মোহাম্মদ হোসেন কালা শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মৃত দুদু মিয়ার ছেলে। এলাকাবাসী জানিয়েছে, বেশ কয়েক বছর ধরে চৌধুরীপাড়ায় বসবাস করছেন কালা।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার রাতে চৌধুরীপাড়ায় ইয়াবার একটি চালান লেনদেনের খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন কালাকে আটক করে পুলিশ।

টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কাঞ্চন কান্তি পাল জানান, আটক দুজনের বিরুদ্ধে  মাদক আইনে মামলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা