kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

বন্দুকযুদ্ধে আহত ডাকাত সর্দারের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি   

১১ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানিকগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত ডাকাত সর্দার জসিম মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে মারা গেছে। বৃহস্পতিবার সকালে অপারেশন করার সময় সে মারা যায় বলে জানিয়েছেন সিংগাইর থানার ওসি। গত মঙ্গলবার রাতে সিংগাইরের সুদক্ষিরা গ্রামে পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার জসিম মোল্লা গুরুতর আহত হয়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই বন্ধুকযুদ্ধে পুলিশের দুই এসআই, এক এএসআই এবং দুই কনেস্টবলও আহত হন।

সিংগাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, জসিম মোল্লা ছিল আন্তজেলা ডাকাতদলের সর্দার ও সাত মামলার আসামি।

মন্তব্য