kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

নরসিংদীতে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

১ অক্টোবর, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনরসিংদীতে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের বকুলতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহ আলম (২৮) বকুলতলা এলাকার কাশেম মিয়ার ছেলে।

তবে পুলিশ জানায়, ছিনতাই করা মোবাইল ফোন ভাগাভাগি নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারীদের মধ্যে সংঘর্ষের কারণে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, মাদকের আস্তানা হিসেবে পরিচিত বকুলতলায় বিবদমান দুই গ্রুপের মধ্যে প্রায়ই হত্যা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে মাদক ব্যবসার একাংশ নিয়ন্ত্রণ করছে ইসলাম গ্রুপ। অন্য অংশ নিয়ন্ত্রণ করছে শাজাহান ও হাতকাটা মোসলাসহ একাধিক চিহ্নিত সন্ত্রাসী।

প্রতিপক্ষকে ঘায়েল করতে বুধবার বিকেলে ৫টার দিকে ইসলাম গ্রুপের সমর্থকরা শাজাহানের ভাই শাহ আলমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শাহ আলমের সমর্থকরা ইসলাম গ্রুপের সদস্য জুয়েলকে ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শাহ আলমকে কুপিয়ে ও পরে গুলি করে হত্যা করা হয়। নরসিংদী মডেল থানার ওসি এ কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা