নড়াইলে হজ ও নামাজ নিয়ে কটূক্তি করার অভিযোগে আবু সাহাদৎ মোহাম্মাদ মাসুম বিল্লাহ নামের এক ব্লগারের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার নড়াইলের কালিয়া আমলি আদালতে মামলাটি করেন কালিয়া উপজেলার নোয়াগ্রামের মো. খায়রুল বাসার। মাসুম বিল্লাহর বাড়ি খুলনার খালিশপুরে।
আদালতের বিচারক মো. জাকারিয়া মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ অক্টোবরের মধ্যে কালিয়া থানার ওসিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, আসামি হজ ও নামাজ নিয়ে কটূক্তি করায় ইসলামের মারাত্মক ক্ষতি হয়েছে। নামাজ নিয়ে ব্লগে লেখার পর আসামি পালিয়ে বেড়াচ্ছেন। একটি রাজনৈতিক দল আসামিকে খুন করার চেষ্টা করছে। ওই লেখার কারণে আসামি খুন হলে এর জন্য বাদী দায়ী থাকবে না।