kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

বাঞ্ছারামপুর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

   

১ অক্টোবর, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। গত রবিবার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলতে ঈদ পুনর্মিলনী সভার শুরুতে শহীদ জিয়া পরিবার, দেশ ও জনগণের শান্তির জন্য মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন কমান্ডার।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি বিএনপি নেতা মতিউর রহমান জালু, উপজেলা বিএনপির সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সালেহ মূসা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. রিপন।

প্রধান অতিথি রফিক সিকদার ভোগের নয়, ত্যাগের রাজনীতি করার জন্য স্থানীয় নেতাকর্মীদের আহ্বান জানান। অনুষ্ঠানের আগে ও পরে বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

 সাতদিনের সেরা