গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণ করা এক হাজার ৮৪০ একর জমি প্রকৃত মালিকদের মধ্যে ফেরত দেওয়ার দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের কাটা মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে আদিবাসী সম্প্রদায়ের লোকজন। বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অবরোধকারীরা তাদের ঐতিহ্যবাহী অস্ত্র তীর-ধনুক, শুলপি, টেঁটা বল্লমসহ নানা ধরনের বাদ্যযন্ত্র উপস্থাপন করে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে খামারে আখ চাষ না করে জমি লিজ প্রথা চালু রাখায় জমির প্রকৃত মালিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
বিজ্ঞাপন
অবরোধ চলাকালে বক্তব্য দেন সাহেবগঞ্জ ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সহসভাপতি ডা. ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধান প্রমুখ। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।