পটুয়াখালীর দশমিনাতে গতকাল বুধবার সকাল থেকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা বিএনপির দুই পক্ষ একই সময় ও স্থানে সভা ডাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই ধারা বলবৎ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম জানান, পটুয়াখালী ৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান পক্ষ এবং জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফার পক্ষ উপজেলা রোডের দলীয় কার্যালয়ে গতকাল সকালে সভা ডাকে।
বিজ্ঞাপন
দশমিনা থানার ওসি মো. শাহাবদ্দিন বলেন, '১৪৪ ধারা জারির পর উপজেলা সদরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। সভাস্থলসহ উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। '